বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে আহত ১৬।

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে আহত ১৬।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছে।

 

শনিবার (৩০ মার্চ) রাত ২টা ৩০মিনিটের দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টা ৩০মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রীজের নিকট নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১৬ জন যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত ১৬ জনের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

আহতরা হলেন, সুনামগঞ্জের ধিরাই উপজেলার উয়াজিউল্লার পুত্র আনিসুর (২৫), আব্দুল মতিন এর পুত্র আফজাল (৩০), রুকিনি দাস এর পুত্র রমন দাস (৪০), আজমান উল্লাহ’র পুত্র শাহীন মিয়া (২৪), আব্দুল কাইয়ুম এর পুত্র মোজাব্বির (২১), একই জেলার দুর্গাপুরের আব্দুল সাত্তার এর পুত্র তাজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম এর পুত্র মাহাফুজ (১১), আজিম উদ্দিন এর স্ত্রী মিনারা বেগম (৩১), এরশাদ আলী’র স্ত্রী দিবারন বেগম (২৭), ইসমাইল মিয়ার স্ত্রী মিলন বেগম (২০) তাজুল ইসলাম এর স্ত্রী খোরসেদা বেগম (৪০), জৈন উদ্দিন এর পুত্র শরীফ মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার শফিকুল ইসলাম এর কন্যা রিমা বেগম (১৬), কুড়িগ্রাম এর মফিজ মিয়ার পুত্র হায়দার মিয়া (৪৫), নোয়াখালীর মকসুদুর রহমান এর পুত্র আব্দুস সালাম (৪১) ও ভোলা’র সুলতান খান এর পুত্র নিরব খান(৪৩)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি এখন আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com