ফারিয়াজ ফাহিম জামালপুর | শনিবার, ৩০ মার্চ ২০২৪ | প্রিন্ট | 453 বার পঠিত
জামালপুর সদর উপজেলার কামালখানহাট ফাজিল মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মাদ্রাসার গভর্নিংবডির সদস্য পদ থেকে একযোগে ৮ জন সদস্য পদত্যাগ করেছেন। একই সঙ্গে সভাপতির পদত্যাগ দাবি করে পুনরায় নতুন সভাপতি নির্বাচনের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে পদত্যাগী সদস্যরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২৭ মার্চ জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পদত্যাগপত্র জমা দেন গভর্নিংবডির ৮ জন সদস্য।
গভর্নিংবডির ৮ সদস্যের স্বাক্ষরিত পদত্যাগপত্রে বলা হয়েছে, আমরা মাদ্রাসার গবর্নিংবডির সদস্য। আপনার মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে বিভিন্ন বিষয়য়ে একক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা গভর্নিংবডির সদস্য পদ থেকে অব্যাহতি নিচ্ছি।
মাদ্রাসার গভর্নিংবডির সদস্য সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী কামালখানহাট ফাজিল মাদ্রাসার ২০২২সালের মে মাসে গঠিত সভাপতি আবদুর রাজ্জাক নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম-দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে মাদ্রাসার বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন। বিদ্যালয়ের কোনো কাজ বেশির ভাগ সদস্যদের থেকে পরামর্শ না নিয়ে নিজেই একক সিদ্ধান্তে করে থাকেন।
২০২২ ইং সালে ও সর্বশেষ ২০২৩ ই সালের মার্চ মাসের মাঝামাঝি’র দুই বিজ্ঞপ্তিতে চতুর্থ শ্রেণির কর্মচারিসহ বিভিন্ন পদে ৬ জন জনবল নিয়োগের কার্যক্র চলে।এর মধ্যে ২০২৩ সালের নিয়োগে গভর্নিংবডির সদস্যদের জানানো হয়নি।এ ছাড়া ২০২৪ সালের নিয়োগেও বেশির ভাগ সদস্যদের না জানিয়ে সভাপতি ও অধ্যক্ষ মিলে লোকবল নেয়ার পায়তারা করছে।শুধু তারা আমাদের সই- স্বাক্ষর ব্যবহার করছে কোন মতামত নেয়না।
নামপ্রকাশে অনিচ্ছুক সদস্যরা বলেন, মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে বিভিন্ন বিষয়ে তারা দুইজনে ও তাদের কোরামে দুইেকজনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেজন্য আমরা গভর্নিংবডির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। সভাপতিকে অব্যাহতি দিয়ে নতুন সভাপতি নির্বাচনের দাবি জানাই।
মাদ্রাসার অধ্যক্ষ বলেন, আমি নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছি। এখনো
সব কিছুর বিষয়ে বুঝে উঠতে পারিনি।
এ বিষয়ে অভিযুক্ত সভাপতি আবদুর রাজ্জাক এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,মাদ্রাসাটির উন্নয়নে আমি কাজ করতে চেয়েছিলাম কিন্তু এলাকার কিছু লোকের জন্য তা পারছিনা। তিনি গভর্নিংবডির সদস্যদের অভিযোগ অহেতুক বলে মনে করছেন।
জামালপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, পদত্যাগপত্রের অনুলিপি জমা পেয়েছি।তবে এ ব্যাপারে আমরা কোন ব্যবস্থা নিতে পারবনা,এটা আরবী বিশ্ব বিদ্যালয়ের বিষয়।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com