ববি প্রতিনিধি: | রবিবার, ৩১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 100 বার পঠিত
দেশের অন্যতম সংবাদভিত্তিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে যোগদান করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক শফিক মুন্সি।
আগামী সোমবার (১লা এপ্রিল) থেকে বরিশাল অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আজ রোববার তাকে নিয়োগ প্রদান করেছে টেলিভিশন কর্তৃপক্ষ। শফিক মুন্সি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা।
এর আগে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির বরিশাল অফিসে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের বার্তায় বিশেষ প্রতিনিধি, চীফ স্টাফ রিপোর্টার এবং স্টাফ রিপোর্টার পদে কাজ করেছেন এই তরুণ সংবাদকর্মী।
Posted ১:১০ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com