হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি: | রবিবার, ৩১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 128 বার পঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে থানা পুলিশ জুয়ার আসরে অভিযান পরিচালনা করে সাহেবের চর গ্রামের ভাটিপাড়া এলাকার বাক্কার মিয়ার বাড়ির পাশ থেকে শনিবার বিকেলে ৫টায় জুয়ার আসরে হানা দেয় পুলিশ।খবর পেয়ে জুয়ারিরা পালিয়ে গেলেও দূরদূরান্ত থেকে জুয়া খেলতে আসা জুয়ারিগণ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তাদের সিএনজি,মেটরসাইকেল ও জুয়ার সরঞ্জামাদি রেখে গেলে পুলিশ এ গুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।
হোসেনপুর থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সৃজন চন্দ্র সরকার জানান , এ সময় চারটি সিএনজি, চারটি মোটর সাইকেল, জুয়ার কাজে ব্যবহৃত বোর্ড,টেবিল, তাস, সামিয়ানাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে তা জব্দ করেন। তিনি আরো জানান, এখানে কমকরে হলেও ৩০ জন জুয়ারি নিয়মিত জুয়া খেলে আসছিল এমন খবরে অভিযানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে জৃয়ারিগণ পালিয়ে যান। এলাকাটি প্রত্যন্ত হওয়ায় ভুট্রা ক্ষেতের মাঝে হওয়ায় জুয়ারিগণ আগেই পালিয়ে যান। পুলিশ ও এলাকাবাসী জানান জুয়ারিদের মূল হোতা হলো ওই এলাকার সাইফুল(৫৫), বাক্কার(৫০), মাসুদ(৪৫), শিপন(২৮)। এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে জুয়া খেলতে এখানে ময়মনসিংহের ত্রিশাল,নান্দাইল ও কিশোরগঞ্জ জুয়ারিগণ নিরাপদ মনে করে এখানে ছুটে আসলেও পুলিশ কোন অভিযানে যেত না।
হোসেনপুর-কটিয়াদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৃজন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান সিএনজি গাড়িগুলো জব্দ করার সময় থেকে গতকাল রবিবার দুপুর পর্যন্ত কোন মালিক জব্দকৃত গাড়ির জন্য থানায় আসেনি। যে জন্য এগুলোর বিষয়ে আইনি পদক্ষেপ নিতে আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে।
Posted ৩:১৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com