মো. সাইদুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি: | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 73 বার পঠিত
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ১ যুগ পুর্তি উপলক্ষে রবিবার(৩১ মার্চ )রাত ১০ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই উপস্থিত বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে পত্রিকার সম্পাদককে শুভেচ্ছা জানানো হয় পরে পত্রিকাটির পরিবার থেকে উপস্থিত অতিথি সাংবাদিকদের উত্তরীয় ও টি শার্ট পরিয়ে দেওয়া হয় ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ১যুগ পুর্তিতে কেক কাটা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র মো: জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন, বিশিষ্ট লেখক-গবেষক আহমেদ সিরাজ, দৈনিক মানবজমিন এর কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব (সঞ্জয়) কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, শাব্বীর এলাহী, প্রনীত রঞ্জন দেবনাথ, প্রমুখ।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com