মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সড়কগুলোতে বিদ্যমান সড়ক বাতি নিয়মিত জ্বলে না গত কয়েকদিন ধরে। এতে সড়কে চলাচল কারী পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
সরেজমিনে দেখা যায় অক্সিজেন মোড় থেকে দুই নাম্বার গেট যাওয়ার পথে এবং মুরাদপুর সড়ক সহ আরো কয়েকটি সড়কে বাতিগুলো সন্ধ্যাকালীন সময়ে বন্ধ থাকে। মাগরিবের আজান হওয়ার সাথে সাথে সড়ক বাকিগুলো সুইচ অন হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ ধরে তা নিভিয়ে রাখা হয়েছে। সড়ক বাতিগুলো না জ্বলার কারণে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে রাত্রি কালীন সময়ে। এতে পথচারী চলাচল এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সড়কবাতি বন্ধ থাকায় সাধারণ পথচারী চলাচলের সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে । সবগুলোতে থাকা হকাররা জানান সিটি কর্পোরেশনের আওতাধীন সড়কগুলোতে বাতি থাকায় তারা ফুটপাতে কিছুটা ব্যবসা করতে পারে কিন্তু গত কয়েকদিন ধরে এসব বাতি বন্ধ থাকায় তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষ চলাফেরায় দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে যোগাযোগ করার জন্য চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com