কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 282 বার পঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের স্টারলিং হাইটসে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি দেবাশীষ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রাব্বি খানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আলম, সাবেক হ্যামট্রামেক সিটি কাউন্সিলর নাইম চৌধুরী, মিশিগান আসালের প্রেসিডেন্ট সৈয়দ আলী রেজা এছাড়া ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত সংগঠনের সোহেল রায়হান, হারুনুর রশিদ, মোহাম্মদ পিন্টু, তানভির কুরেশী মনির, মো: মোজাম্মেল হক, রুমি খান, বেলায়েত হোসেন সজল, মারুফ হোসেন, মোহাম্মদ রাজিব, ডি এম শুভ, নাজমুল হোসেন অনু সহ অনেকে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন ব্যাবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং কমিউনিটির বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে পবিত্র কোরআন তেলোয়াত এবং দুরুদ শরীফ পাঠ করা হয় পরে বিশ্ববাসীর সুখ সমৃদ্ধি কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com