নাসির উদ্দীন বেনাপোল প্রতিনিধি | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 79 বার পঠিত
যশরেরে শার্শায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ আয়না মতি (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ সদস্যরা।
সোমবার (১ এপ্রিল) ভোরে তাকে হরিনাপোতা গ্রামের একটি সেপটি ট্যাংকির ভিতর থেকে এ গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক আয়না মতি ওই গ্রামের মৃত আব্দুল আলিমের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন উপজেলার হরিনাপোতা গ্রামের পূর্বপাড়ার জনৈক মুনসুর হোসেনের বসতবাড়ির পিছনে টয়লেটের সেফটিক ট্যাংকির ভিতরে মাদক ব্যবসায়ীরা গাঁজার একটি চালান মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া ফাঁড়ি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে টয়লেটের সেফটিক ট্যাংকির ভিতরে প্লাস্টিকের দুটি ড্রামে রাখা ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আয়না মতি নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ. মনিরুজ্জামান জানান, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com