ফারিয়াজ ফাহিম জামালপুর। | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 891 বার পঠিত
নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম উজ্জ্বল মিয়া (১৪)। রোববার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উজ্জ্বল মিয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া পুর্বপাড়ার অসর আলীর ছেলে। উপজেলার শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
উজ্জ্বল হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকায় আবু সাইদ ও সাদ্দাম নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার জানিয়েছে, উপজেলার বালিয়া গ্রামের অসর আলীর ছেলে উজ্জ্বল মিয়াকে গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে তার কয়েকজন বন্ধুরা ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয় সে। এ ঘটনায় তার পরিবারের লোকজন ২৭ মার্চ রাত ১১ টায় তাকে না পেয়ে সরিষাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই সরিষাবাড়ী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
রোববার (৩১ মার্চ) বাড়ির আঙ্গিনায় তার বোন কাজ করতে ছিলেন। এ সময় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গন্ধ বের হচ্ছিল। পরে আশপাশের লোকজনকে বিষয়টি বললে তারা ট্যাংকের মুখ খুলে উজ্জ্বল মিয়ার মরদেহ শনাক্ত করে। এরপর সরিষাবাড়ি থানা পুলিশকে খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
লাশ উদ্ধারের খবর পেয়ে রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে তিনটায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান। এরপরেই বিকেল ৪ টায় অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেনের নেতৃত্বে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।গতকাল সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
নিহতের পরিবার জানিয়েছে, উপজেলার বালিয়া গ্রামের অসর আলীর ছেলে উজ্জ্বল মিয়াকে গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে তার কয়েকজন বন্ধুরা ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয় সে। এ ঘটনায় তার পরিবারের লোকজন ২৭ মার্চ রাত ১১ টায় তাকে না পেয়ে সরিষাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই সরিষাবাড়ী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
লাশ উদ্ধারের খবর পেয়ে রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে তিনটায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান। এরপরেই বিকেল ৪ টায় অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেনের নেতৃত্বে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
নবম শ্রেণির ছাত্র উজ্জ্বল হত্যাকাণ্ডের ঘটনায় বাড়িতে চলছে শোকের মাতম। বাবা-মাকে কোনোভাবেই যেন সান্ত্বনা দিতে পারছেন না আত্মীয়-স্বজনসহ পাড়া প্রতিবেশী। বাবা মার বুকফাটা চিৎকারে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
নিহত উজ্জ্বল মিয়ার বাবা উসর আলী বলেন, ‘আমার ছেলেকে ওর বন্ধুরা মাইরা আবার আমার বাড়ির পাশে ট্যাংকের মধ্যে রাইখা গেছে। আমি ছেলে হত্যার উপযুক্ত বিচার চাই।’
উজ্জ্বলের মামাত ভাই মিজানুর রহমান বলেন, ‘ভাই হত্যার বিচার চাই।’
নিহতের বোন অন্তরা বলেন, ‘ভাইকে কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করেছি। কোনো জায়গায় পাই নাই। আমরা থানায় অভিযোগ দিয়েছিলাম। আজ আমি দুপুরে বাড়ির সামনে কাজ করতে ছিলাম। এমন সময় নাকে দুর্গন্ধ আসে। দুর্গন্ধ পেয়ে ট্যাংকের মুখ খুলতেই আমার ভাইয়ের মরদেহ দেখতে পাই। আমি ভাই হত্যার বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি চাই।’
সরিষাবাড়ী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও পরিবাবের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com