ভয়াবহ মরণব্যাধির নাম ক্যান্সার। এটা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের। এর চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী মারা যায়। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত অনেক প্রাণ। মরণব্যাধি ক্যান্সার অকালেই কেড়ে নিচ্ছে আমাদের প্রিয় মানুষগুলোকে। আমরা কেউ জানিই না যে নিজের অজান্তেই কে কোন ক্যান্সারের বীজ বহন করে বেড়াচ্ছি নিজের শরীরে। যখন জানতে পারি তখন সেটা চলে যায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ঠিক তেমনই আমাদের একজন বাবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রংপুরের কাউনিয়া উপজেলার ইউনিয়নের হরিশ্বর গ্রামের দিনমজুর আব্দুল রশিদ, তিন মাস আগে তিনি কোলন ক্যান্সার রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ এরশাদুল হকের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসক জানিয়েছেন আব্দুর রশিদ কে ৫ টি কেমোথেরাপি দিতে হবে, ইতিমধ্যে আত্নীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ২ কেমোথেরাপি দিয়েছেন। অর্থের অভাবে ৩ টি কেমোথেরাপি দিতে পাচ্ছেনা তিনি।
কিন্তু বাকী টাকার সংস্থান না থাকায় ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগোচ্ছেন আব্দুর রশীদ, রশিদের স্ত্রী জানান, দিনমজুরের কাজ করে ৪ জনের সংসার চালাতেন আব্দুর রশিদ গত তিন মাস আগে হঠাৎ গলায় টিউমার থেকে মরন ব্যাধি কোলন ক্যান্সার রোগে আক্রান্ত হন তিনি, বাড়ি ভিটা ৫ শতাংশ জমি ছাড়া কোন আবাদি জমি নেই৷ যা বিক্রি করে তার চিকিৎসার খরচ করবো, ইতিমধ্যে অনেক ধার দেনা করে তার চিকিৎসা করে আসতেছি না, আর পারতেছি, তাই৷ সমাজের সকল বিত্তবান ক্যান্সারে আক্রান্ত আব্দুর রশিদের সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানিয়েছেন রশিদের স্ত্রী, সাহায্য পাঠানোর ঠিকানা মুঠোফোন (বিকাশ ও নগদ) ০১৯৬৩৫৭৫২৩০ যোগাযোগ সেলিম রেজা-০১৭১৩৩৫৫৭৮৮।