চাঁদপুর প্রতিনিধি | রবিবার, ৩০ জুন ২০২৪ | প্রিন্ট | 124 বার পঠিত
সম্প্রতি চাঁদপুরের কচুয়া উপজেলার মক্কা হসপিটালের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, জাপানের বিশিষ্ট ব্যাবসায়ী এবং টোকিও কিংসিচু জামে মসজিদের খতিব হাফেজ মোঃ হাবিব উল্লাহ। তিনি তার দায়িত্ব প্রাপ্তির পর এই হাসপাতালটিকে জাপানের মত উন্নত সেবা ও চিকিৎসা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
দেশের সিংহভাগ মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে মুলত বেসরকারি খাত থেকে। আর চাঁদপুরের মানুষের কাছে এ সেবার আরও গুণগত মান বাড়াতে বদ্ধ পরিকর এই হাসপাতালের কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান হলেও চাঁদপুর কচুয়ার কয়েক লক্ষ মানুষ হাসপাতাল সেবা নিতে কুমিল্লা কিংবা ঢাকায় যাতায়াত করতে হয়, তবে লম্বা সময়ের এই যাতায়াতে অনেক রুগী পথেই মৃত্যবরন করেন।
আধুনিক চিকিৎসা প্রযুক্তির সহায়তায় চাঁদপুরের ও আশেপাশের মানুষদের এমন সমস্যা থেকে রক্ষা করতে কতিপয় শিক্ষিত যুবক ও বিশেষজ্ঞদের উদ্যোগে গড়ে উঠছে মক্কা হসপিটাল চাঁদপুর। যাদের মধ্যে অন্যতম হলেন জাপান প্রবাসী ব্যবসায়ী হাফেজ মোঃ হাবিব উল্লাহ, মহিউদ্দিন ফকির, হান্নান ফকির, সাব্বির রহমান ,শাহজালাল ,শাহাদাত হোসেন ,আবু সাইদ ও বেলায়েত হোসাইন।
উন্নত সব চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির মাধ্যমে এই হাসপাতালে সেবা দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালটির অন্যতম কর্ণধার মহিনউদ্দিন ফকির।
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com