মোঃ সবুর খান,কচুয়া: | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
সমগ্র বাংলাদেশের জমইয়াতে হিযবুল্লাহর সম্মানিত আমির ছারছীনা দরবার শরীফের আ’লা হযরত পীর সাহেব হুজুর কেবলা মুজাদ্দেদে যামান, হাদিয়ে মিল্লাত, আমিরুশ শরীয়ত ওয়াত্, তরীকত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ (মা.জি.আ.) হুজুর গুরুতর অসুস্থ হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
হযরত পীর ছাহেব কেবলার আশু পরিপূর্ণ সুস্থতা, হায়াত দারাজি এবং পুনরায় দাওয়াত, তা’লীম, তালকীন ও সমাজ সংস্কার কাজে আত্ন-নিয়োগের তাওফীক কামনায় দোয়া করার জন্য বাংলাদেশের সকল জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, সকল পীর সাহেব ও পীর ভাই, মুহিব্বীন এবং সর্বসাধারণ মুসলিম ভাইদের প্রতি আহ্বান করছে সাংবাদিক মোঃ হারুনূর রশিদ । মহান আল্লাহ যেন হযরত পীর সাহেব কেবলা কে দ্রুত সুস্থতা করে সকলের মাঝে ফিরিয়ে দেন।
Posted ৩:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com