মাসুদ রায়হান: | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 43 বার পঠিত
০৩ জুলাই ২০২৪ ডিবি যশোরের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, , এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২৩.৪০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী ভাষ্কার্যের মোড় আব্দুর রহমান ষ্টোর এর সামনের বরাবরে অবস্থানরত যাত্রী ছাউনির সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আরিফ হোসেন(৩৪), পিতা-মৃত আয়নাল হক, সাং-দিগল সিংহ, থানা-চৌগাছা, জেলা-যশোরকে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মুল্য অনুমান ১,২০,০০০/-টাকা এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস যশোর বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।
অপর অভিযানে এসআই মোঃ রইচ আহমেদ, সঙ্গীয় এএসআই মোঃ ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৫.৩০ ঘটিকার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টার এর পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। বিল্লাল হোসেন(৩৫), পিতা-আনোয়ার হোসেন @ আনার, সাং-রঘুনাথপুর, ২। কামাল হোসেন(৪০), পিতা-মৃত ইরাদ আলী, ৩। আনিচুর রহমান(৪০), পিতা-মৃত আজিবর রহমান, উভয় সাং-সরবাংহুদা, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদেরকে ০২ (দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মুল্য অনুমান ৮০,০০০/-টাকা এ সংক্রান্তে এসআই মোঃ রইচ আহমেদ বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com