জাহিদ হাসান | শনিবার, ০৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 100 বার পঠিত
টানা পঞ্চম দিনের মতো ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তাঁতীবাজার রোড বন্ধ করে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সেখানে প্রায় তিন ঘন্টা অবস্থান করে শিক্ষার্থীরা।
আন্দোলনটি শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে ৩টায় মিছিল নিয়ে রায় সাহেব বাজার মোড় হয়ে তাতিবাজারের প্রায় তিন ঘন্টা অবস্থান করে। রায়সাহেব বাজারে পুলিশের বাধা মুখে পরে শিক্ষার্থীরা। সেই বাধা উপেক্ষা করে তারা তাতিবাজারে অবস্থান করলে তীব্র যানযটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, “বৈষম্যের বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ আন্দোলন করছে তার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়েছেন এবং পঞ্চম দিনের মতো কোটার বিরুদ্ধে আন্দোলন করছি।
আন্দোলন চলতেই থাকবে যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে না নেওয়া হয়। মূলত আজকের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে।”
Posted ২:০২ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com