ভোলা জেলা প্রতিনিধি | শনিবার, ০৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
দ্বীপজেলা ভোলার তরুনদের উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর নেতৃত্বে ‘আসুন ইভটিজিংকে না বলি, ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলি’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইভটিজিং প্রতিরোধে তরুনরা ভোলা জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত তরুণ সংগঠক মীর আবিদ হোসেন রাফি, মোঃ জাহিদ হাসান, সানজিদা, হৃদয় দত্ত সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুনরা। উক্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইভটিজিং বন্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তাই তরুণ সমাজ যাতে ইভটিজিংকে না বলে এবং ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলতে সরকারকে সহযোগিতা করে সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এসময় তিনি আরো বলেন, আমরা আজকের ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ভোলার ছাত্রসমাজ ও যুবসমাজকে সচেতন করার চেষ্টা করেছি।
Posted ৪:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com