আনোয়ার হোসেন: | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 46 বার পঠিত
শনিবার (৬ জুলাই) রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন গাইবান্ধার সাঘাটা উপজেলার সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ভরতখালী বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র, ভরতখালী ইউনিয়নের অন্তর্গত উত্তর উল্ল্যা নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গোগজ ও ছিপেজ মেরামতের স্থান, হলদিয়া ইউনিয়নের কানাইপারা আশ্রয়ণের বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আবু জাফর, গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী, গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সুশান্ত কুমার মাহাতোসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাঘাটা উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন বন্যা দূর্গত এলাকা পরিদর্শনকালে বন্যাকবলিত পানিবন্দী মানুষের সাথে কথা বলেন, তাদের সাময়িক সমস্যার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ কার্য (চাল), শুকনা খাবার, ডিগনিটি কিট (মহিলাদের মর্যাদা সুরক্ষার জন্যে প্রয়োজনীয় সামগ্রী), পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জেরিক্যান, গো-খাদ্য, গবাদি পশুর জন্যে বিভিন্ন রকমের ভিটামিন ও নগদ অর্থ বিতরণ করেন।
Posted ৩:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com