গাইবান্ধা প্রতিনিধি: | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 97 বার পঠিত
ভোট প্রদানের প্রতিশ্রুতি না দেয়ায় স্বাধীন মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন রানা নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (৭ জুলাই) এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় এটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী স্বাধীন মিয়া।
লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, গত ৬ জুলাই
মাগরিবের নামাজ পড়ার জন্য গাইবান্ধা গোরস্থান মসজিদে যায় স্বাধীন মিয়া। মসজিদ থেকে বের হওয়া মাত্রই গাইবান্ধা পৌরসভা ৬ নং ওয়ার্ডের আগামী ২০২৬ সালের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাজ্জাদ হোসেন রানা ভোট প্রদানের প্রতিশ্রুতির কথা জানান। এ সময় ব্যবসায়ীর স্বাধীন মিয়া ভোটের সময় যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানান। এতেই ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ হোসেন রানা, স্বাধীন মিয়ার উপর চড়াও হন। এক পর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কা দিয়ে হত্যার হুমকি দেন। পরে এ ঘটনায় ব্যবসায়ী স্বাধীন মিয়া প্রতিকার চেয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
হত্যার হুমকির শিকার ব্যবসায়ী স্বাধীন মিয়া বলেন, আমার সাথে সাজ্জাদ হোসেন রানা যে ব্যবহার করেছেন এটি অত্যন্ত দুঃখজনক। আমি তাকে শুধু যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছি। তাতেই ক্ষিপ্ত হয়ে আমার সাথে এমন ও অসৌজন্যমূলক আচরণ ও হত্যার হুমকি দিয়েছেনক। একজন সম্ভাব্য প্রার্থীর আচরণ এমন হলে সে জনগণের কি উপকার করবে সেটা বোঝাই যাচ্ছে। আমি এই নিন্দনীয় ঘটনার প্রতিকার দাবি করছি।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, “আমরা ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ২:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com