আনোয়ার হোসেন | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 39 বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, ভাইস চেয়ারম্যান এম এ মতিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জিন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, রাখাল বুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, শাখাহার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মন্ডল শিবলু প্রমুখ। এছাড়াও মাসিক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৫:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com