জাহিদ হাসান: | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 76 বার পঠিত
মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের বিরুদ্ধে মেসেঞ্জারে মেডিকেলের প্রশ্নফাঁস এবং বিশ্ববিদ্যালয়ের সকল টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন চাঁদাবাজির অভিযোগের বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। আজ মঙ্গলবার কেন্দ্রের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীদের দিয়ে প্রটোকল নিতে দেখা যায়।
জানা যায়, আজ বিকেল ৪ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির দুই সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন সরেজমিনে তদন্ত করতে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনসহ বিভিন্ন সময়ে যাদের বিরুদ্ধে গণমাধ্যমে চাঁদাবাজি, সাংবাদিক হেনস্তা, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের সংবাদ প্রকাশ পেয়েছে সেসব নেতা-কর্মীরা।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য তাহসান আহমেদ রাসেল বলেন, “আমরা ক্যাম্পাসে এসেছি। তাদের বারবার বলেছি যেন আমাদের সাথে না আসে। তবে কেউ যদি এসে আমাদের সালাম দেয়, সঙ্গে থাকার চেষ্টা করে তাহলে আমরা তো আর গায়ে হাত দিতে পারিনা।
আমরা সর্বোচ্চ বলতে পারি তোমরা সরে যাও, আমাদের আশেপাশে থেকো না। তাদের যতটুকু বুঝিয়ে বলা যায় আমরা ততটুকু চেষ্টা করেছি। তবে একটা পর্যায়ে যখন আমরা ভিসির রুমে যাই তখন তাদের সরাসরি না করে দিই যে আমাদের সাথে তোমরা কেউ আসবে না।”
Posted ২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com