নুরুল কবির: | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 111 বার পঠিত
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন লোহাগাড়ার কৃতি ছাত্র আব্বাস গণি।
মোহাম্মদ আব্বাস গণি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসী বিভাগে অনার্স এবং মাস্টার্সে প্রথম বিভাগে প্রথমে উত্তীর্ণ হয়েছে। তিনি ২০১৯ সালে প্রকাশিত ফলাফলে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি বিভাগের অনার্সের ফাইনালে ৩.৮৮ পয়েন্ট প্রাপ্ত হন।
জানা যায়, মো আব্বাস গণি লোহাগাড়া উপজেলা সদরের নজমুন্নিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় সাধারণ গ্রেডে ও দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরিক্ষায় টেলেন্টফুলে বৃত্তি লাভ করেন।
দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা বিএফ শাহিন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ অর্জন করেন।তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট হতেও বৃত্তি লাভ করেন।
উল্লেখ্য,মোহাম্মদ আব্বাস গণি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গণী সম্রাটের ভাই।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com