গাইবান্ধা প্রতিনিধি: | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 155 বার পঠিত
গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কুপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থী এক নারীকে মেসেঞ্জারে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ( ৯ জুলাই) এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর একজন অভিভাবক।
অভিযোগৎ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুল হান্নান বেশ কিছুদিন ধরে ওই নারীকে মেসেঞ্জারে বিভিন্নভাবে উত্যক্ত করছিলেন এবং কু-প্রস্তাব দিচ্ছিলেন। এই আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং এ বিষয়ে তার পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। অভিভাবকরা শিক্ষকের এমন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিক্ষকের এমন অসদাচরণের কারণে বিদ্যালয়ের পরিবেশ খারাপ হচ্ছে এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১১:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com