ভোলা জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রধান পৃষ্ঠপোষকতায় পরিচালিত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ভোলা জেলা শাখার এডহক কমিটিতে স্থান পেলেন মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে. এম শহিদ উল্ল্যা এর অনুমতিক্রমে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভোলা জেলা শাখার এডহক কমিটি গঠন করা হয়েছে।
মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান পৃষ্ঠপোষকতায় পরিচালিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ভোলা জেলা শাখার এডহক কমিটিতে দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব শহিদ উল্ল্যা ভাইকে অসংখ্য ধন্যবাদ।
মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং আওয়ামী পরিবারের সন্তান। সে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত ভাটারা থানা ছাত্রলীগে যুক্ত রয়েছেন। এর পুর্বে তিনি বাংলাদেশ ছাত্রলীগ, ভোলা সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ভোলা জেলার সভাপতি হিসেবে সুনামের সাথে নেতৃত্ব দিয়েছেন। তার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে সে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
Posted ১:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com