হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব দ্বীপেশ্বর এলাকার মোঃ হাসেম উদ্দিন এর বসত বাড়ির পূর্ব পাশে হোসেনপুর বাজার হইতে ধনকুড়াগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সজিব(২৫) নামে ঐ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার ওই পৌর এলাকার ধনকুড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাঁর সাথে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হোসেনপুর থানার ওসি মো, নাহিদ হাসান সুমন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৯:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com