| বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ঢাকার কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১১ই জুলাই) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১০ই জুলাই) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা কলাবাগান, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড, ও পান্থপথ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com