আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 45 বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ শাহ আলম (২২) ও মোখলেছ (৫০) নামে ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত শাহ আলম (২২) লালমনিরহাট জেলা সদর উপজেলার হরিণ চওড়া গ্রামের শামিম মিয়া পুত্র ও মোখলেছ একই গ্রামের মৃত নাছিম উদ্দিনের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনায় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজ ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১১ জুলাই) পলাশবাড়ী পৌরসভার মহেশপুর এলাকায় বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করেন। এ দিন দুপুর আড়াইটার দিকে রংপুর টু বগুড়াগামী “সেঞ্চুরী স্পেশাল পরিবহন” যাত্রীবাহী বাস (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭৫১৬) তল্লাশীকালে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি যাত্রী শাহ আলম (২২) ও মোখলেছ (৫০) কে গ্রেফতার করেন।
এই ব্যাপারে পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Posted ১২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com