নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 46 বার পঠিত
ভালুকা স্টুডেন্টস এসোসিয়েশন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪২ সদস্য বিশিষ্ঠ নতুন কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফোকলোর বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হক তপু এবং সাধারণ সম্পাদক হিসেবে ইইই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এই নেতৃত্ব।
১১ই জুলাই (বৃহস্পতিবার ) এসোসিয়েশনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-০৮ অনুযায়ী ২০২৪-২৫ সালের জন্য এই কার্যকরী পরিষদ গঠন করা হয়। এসোসিয়েশনের সাবেক সভাপতি দিদার রানা, সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহমেদ, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক খাদিজা খাতুন এবং সহকারি রেজিস্ট্রার (সংগীত বিভাগ) মোঃ নজরুল ইসলাম, সহকারি রেজিস্ট্রার (বঙ্গবন্ধু হল) মোঃ আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন দায়িত্ব পেয়ে সভাপতি আজিজুল হক তপু বলেন, ”আমাকে সভাপতি হিসেবে যোগ্য মনে করায় সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কমিটির সকল সদস্যদের নিয়ে সংগঠনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন ব্যক্ত করেন, “ভালুকা স্টুডেন্টস এসোসিয়েশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের সংগঠন। আমরা ভালুকা উপজেলার প্রায় ২০০+ শিক্ষার্থী কবি বর্তমানে নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছি। আমরা সবাই এই সংগঠনে একত্রিত হয়ে সকল শিক্ষার্থীর যে কোন যৌক্তিক প্রয়োজনে এবং যে কোন সমস্যায় পাশে থাকব। এই সংগঠনের কাজই হলো ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার্থী বান্ধব সেবা প্রদান করা। আমরা চাই ভালুকা স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে গতানুগতিক কাজের বাইরেও সৃজনশীল কিছু কাজ করতে এটা হতে পারে বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আইডিয়া শেয়ার সেমিনার ইত্যাদি। সর্বোপরি উপদেষ্টা পরিষদ, এ্যালামনাই এবং সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই সংগঠনে সকল সদস্যদের যেকোন পরিস্থিতিতে পাশে থাকবো ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয়ে ভালুকা অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লিষ্ঠ যেকোনো সহযোগীতায় এগিয়ে আসা ও ভাতৃত্ববোধ অর্জনের লক্ষ্যে কাজ করে এই সংগঠন।
Posted ৫:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com