মোঃ ইমরান হোসেন: | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 39 বার পঠিত
বটিয়াঘাটা উপজেলার আমির পুর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৫ প্রার্থী মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।(১১ জুলাই) বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অপূর্ব কুমার দাস ।
বটিয়াঘাটা উপজেলা ৭ নং৷ আমির পুর ইউনিয়ন উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ৫ জন এর মাঝে প্রতীক বরাদ্দকারীরা হলেন,এম ডি খায়রুল ইসলাম খান। (সাবেক ইউপি চেয়ারম্যান)। দলীয় পদঃ বটিয়াঘাটা থানা বিএনপির আহবায়ক ও খুলনা জেলা বিএনপি’র সদস্য। বরাদ্দ কৃত প্রতীকঃ টেলিফোন।
(মাওলানা) মোঃ মেছবাহ উদ্দীন। দলীয় পদঃ সহ-সভাপতি বটিয়াঘাটা থানা মুজাহিদ কমিটি ও উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা থানা শাখা।
বরাদ্দকৃত প্রতীকঃচশমা। মোঃ রোকনুজ্জামান আকুঞ্জী।দলীয় পদঃ আইন বিষয়ক সম্পাদক আমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
বরাদ্দকৃত প্রতীকঃ আনারস। মোঃ আঃ রহিম শেখ।
দলীয় পদঃ আমিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।বরাদ্দকৃত প্রতীকঃমোটরসাইকেল। মোঃ এসকেন্দার আলী।
দলীয় পদঃ অরাজনৈতিক। পেশাঃ পশু ডাক্তার। বরাদ্দকৃত প্রতীকঃ ঘোড়া।
গত ২৭/০৬/২৪ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী ২৭জুলাই ২০২৪ ৭নং আমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম মিলন গত ০৫/০৬/২০২৪ইং তারিখের বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করায় পদটি শূন্য হয়।
Posted ৬:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com