মোঃরাহিজুল ইসলাম: | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 47 বার পঠিত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মঝে কৃষি পুনর্বাসনের আওতায় আমন ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রণদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ দেয়া হয়। উপজেলার দশ ইউনিয়নে ১ হাজার জন কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলার দশ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com