সুজন আলী: | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 64 বার পঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিবি সখিনার মাজারের কংক্রিটের আস্তরণ ভেঙ্গে মাটি খুঁড়েছে দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানেন না এলাকাবাসী।
রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় অবস্থিত বিবি সখিনার মাজারে এ ঘটনা ঘটে।
১১জুলাই বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া এলাকার একটি কবরস্থানের পাশে কংক্রিটের আস্তরণ দিয়ে তৈরি বিবি সখিনার মাজারে মূল অংশের পাকা আস্তরণ ভেঙ্গে মাটি খুঁড়ে প্রায় চার ফুট গর্ত করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাজারে গর্ত খোঁড়ার খবরটি ভক্ত ও স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে ভক্ত ও উৎসুক মানুষেরা মাজারে ভিড় করেন।
স্থানীয় ভক্ত পাঞ্জাব উদ্দিন জানান গতকাল দিনের বেলায় বিবি সখিনার মাজার ঠিক ঠাক ছিল। তার ধারণা দুর্বৃত্তরা বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে। কী কারণে মাজার খোঁড়া হয়েছে তা জানেন না তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও উদঘাটন করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৩:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com