মুহাম্মদ কাইসার হামিদ: | শুক্রবার, ১২ জুলাই ২০২৪ | প্রিন্ট | 102 বার পঠিত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোছা. প্রিয়াংকা (১৪) নামে এক স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। প্রিয়াংকা কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের তাতারকান্দা গ্রামের মো. রফিকুল ইসলাম ও হাসিনা বেগমের মেয়ে। সে স্থানীয় আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। জন্ম নিবন্ধ অনুযায়ী তার জন্ম তারিখ -২২ নভেম্বর ২০০৯ইং। জন্ম নিবন্ধ নম্বর- ২০০৯৪৮১৫৪৭১১০৭৯০৫।
ছাত্রীর মা হাসিনা বেগম (৫৫) তার মেজু মেয়ের স্বামী মো. সেলিম মিয়া (৩১), ননদ শরীফা (৩৫) ও শরীফার স্বামী মমিনুল ইসলাম (৪৫) দের সাথে নিয়ে অভিযোগ করে বলেন, তাদের নাবালিকা মেয়ে প্রিয়াংকা স্কুলে আসা যাওয়ার পথে তাকে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কামালপুর নোয়াকান্দি গ্রামের নূর চাঁন মিয়া ও মোছা. রুমা বেগমের ছেলে মো. ওয়াসিম মিয়া (২১) উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিলো। প্রায় এক মাস আগে ওয়াসিম মিয়া ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। ছাত্রীর বয়স কম থাকায় বাল্যবিবাহ দিতে রাজী হয়নি ছাত্রীর পরিবার। এতে ক্ষিপ্ত হয় ওয়াসিম মিয়া।
গত ২৭ জুন বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার পথে রামদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামানে পশ্চিম পাশে রাস্তায় যাওয়া মাত্র পিছন দিক থেকে একটি সিএনজি গাড়ী যোগে কয়েকজন লোক আসিয়া প্রিয়াংকাকে অপহরণ করে নিয়ে যায়। স্কুল ছুটির পর প্রিয়াংকা বাড়িতে না আসায় বহু যায়গায় খুঁজা খুঁজি করে তাকে কোথাও পাননি পরিবারের সদস্যরা। খুঁজা খুঁজির একপর্যায়ে তারা বেশ কয়েকজন লোকের নিকট জানতে পারেন ওয়াসিম মিয়া লোকজন নিয়ে প্রিয়াংকাকে অপহরন করে নিয়ে গেছে।
এ সংবাদ পেয়ে সরারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মারজান মিয়ার সহযোগিতায় ওয়াসিম মিয়ার হাত থেকে মেয়েকে উদ্ধারের চেষ্টা করে ছাত্রীর পরিবার।
মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে গত ৫ জুলাই কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ করেন ছাত্রীর পরিবার।অভিযোগ পেয়ে রামদী ইউনিয়নের বিট অফিসার কুলিয়ারচর থানার এসআই সাইফুল্লাহ আকন্দ ওয়াসিম মিয়ার বাড়িতে যান অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে। ছাত্রীকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে আসেন তিনি।
স্কুল ছাত্রী প্রিয়াংকা ১৬ দিনেও উদ্ধার না হওয়ায় মেয়টি জীবিত আছে না কি তাকে মেরে গুম করে ফেলা হয়েছে এ নিয়ে দুশ্চিন্তায় আছে ছাত্রীর পরিবার। তারা তাদের মেয়েকে উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এব্যাপারে সরারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মারজান বলেন, স্কুল ছাত্রী প্রিয়াংকাকে অপহরনকারী ওয়াসিমের নিকট দেখেছি। পিয়াংকার বয়সও কম। ওয়াসিম মিয়া ও তার পরিবারকে চাপ দিয়েছিলাম মেয়েটিকে মেয়ের মা-বাবার নিকট ফিরিয়ে দিতে। কিন্তু তারা মেয়েটিকে ফিরিয়ে দেয়নি। পরে মেয়ের পরিবারকে বলেছি কুলিয়ারচর থানায় একটি মামলা করে মেয়েটিকে উদ্ধার করার জন্য।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে রামদী ইউনিয়ন বিট অফিসার কুলিয়ারচর থানার এসআই সাইফুল্লাহ আকন্দ বলেন, স্কুল ছাত্রী প্রিয়াংকাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
Posted ৬:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com