মো: হুমায়ুন কবির | শনিবার, ১৩ জুলাই ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত
নেত্রকোণার কেন্দুুয়ায় পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক জুয়াড়ি নিখোঁজ রয়েছেন। এঘটনাটি গতকাল শুক্রবার বিকাল ৬টার দিকে কেন্দুুয়া উপজেলার কান্দিউড়া ইউপির তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে ঘটে। সুত্র জানায়,তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে ট্রলার নৌকায় জুয়ার বোর্ড বসিয়ে অন্ততপক্ষে অর্ধশত লোক জুয়া খেলছিল। কেন্দুুয়া থানার পুলিশ খবর পেয়ে ওই জুয়ার বোর্ডে হানা দেয়। এসময় জুয়ারিরা পুলিশের গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দেয়।
ঝাঁপ দেওয়া জুয়ারিদের মধ্যে হালিম (৩৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হালিম মিয়া কেন্দুুয়া উপজেলার সান্দিকোনা ইউপির আব্দুল হামিদের ( সুনু) ছেলে। ঘটনার পর থেকে পরিবার ও স্বজনরা রাতভর বিভিন্ন খোঁজাখুঁজি করে না পেয়ে সকাল বেলা কেন্দুুয়া ফায়ার সার্ভিস খবর দেন। কেন্দুুয়া ফায়ার সার্ভিসের সহায়তায় ময়মনসিংহ থেকে একদল ডুবুরি এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হালিম মিয়া নিখোঁজ থাকায় পরিবারে বইছে শোকের মাতম।
নিখোঁজ হালিম মিয়ার সাথী জুয়েল মিয়া জানান, নৌকায় জুয়ার আসরে খেলতে হালিমসহ তারা কয়েকজন এসেছিলেন। পুলিশ কৌশল করে অন্য নৌকা দিয়ে আমাদের নৌকায় উঠে পড়ে। পরে পুলিশ দেখে যে যেভাবে পারে পানিতে ঝাঁপ দেয়। তিনিও হালিমের সাথে ঝাঁপ দিয়ে সাঁতার খেটে তীরে উঠলেও হালিম উঠতে পারেনি বলে দাবী করেন। ডাউকি গ্রামের শহীন মিয়া জানান, আমরা যখন খবর পাই তখন থেকে তাকে খুঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না। এখন ডুবুরি দল এসে খুঁজাখুঁজি করছেন। কেন্দুুয়া থানা ওসি তদন্ত ওমর কাইয়ুম জানান, নিখোঁজ হালিমকে খোঁজে বের করতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করছেন।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com