আনোয়ার হোসেন | শনিবার, ১৩ জুলাই ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ ওমর ফারুক (৪৩) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৬টায় পলাশবাড়ী পৌরসভার মহেশপুর এলাকার বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী তল্লাশীকালে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি ওমর ফারুককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর ফারুক বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের আজাদ হোসেনের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনায় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) দেওয়ান মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী পৌরসভার মহেশপুর এলাকার বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করেন। এসময় রংপুর- রাজশাহীগামী “DIP ENTERPRISE” যাত্রীবাহী বাস (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-০৯০৩) তল্লাশীকালে ওমর ফারুককে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। এই ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলা নং-১২/১৫৭, তারিখ-১৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com