বদিউজ্জামান রাজাবাবু | শনিবার, ১৩ জুলাই ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ৩টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টার সময় শহরের কাঁঠাল বাগিচায় এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো: মোখলেসুর রহমান। প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, পৌর মেয়র মো: মোখলেসুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান। উল্লেখ্য, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরপি শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্ড জিআর জেভি এই প্রকল্পের কাজ শুরু করে আগামী ১১ নভেম্বরের মধ্যে শেষ করবে। ৩টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া দুই কোটি টাকা।
Posted ১:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com