বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি | শনিবার, ১৩ জুলাই ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত
পটুয়াখালীর বাউফলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার,কিডনি, স্টোক জনিত প্যারালাইসিস,লিভার, থ্যালাসমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৭ রোগীর মধ্যে এককালীন সহায়তা বাবদ প্রত্যককে ৫০ হাজার করে মোট ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। গতকাল ১৩ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহি অফিসারের সভা কক্ষে চেক বিতরন করা হয়।
চেক বিতরন সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহি অফিসার মো: বশির গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আ’লীগের সহ—সভাপতি, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহাজাদা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু।
অনুষ্ঠান পরিচালনা করেন বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান। এসময়ে ভার্চুয়ালী থেকে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দশম জাতীয় সংসদের চীফ হুইপ ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি।
Posted ১:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com