বদিউজ্জামান রাজাবাবু: | রবিবার, ১৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপিত করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৪ জুলাই) সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালী এবং র্যালী শেষে বঙ্গবন্ধু মঞ্চ, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনাব এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ জারা জাবীন মাহবুব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ছাইদুল হাসান, বিপিএম,পিপিএম, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, লে. কর্ণেল গোলাম কিবরিয়া, অধিনায়ক, বর্ডার গার্ড বাংলাদেশ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ, ডা. এস এম মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃ ইকতেখারুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সহ অন্যান্যরা।
Posted ১২:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com