সৌরব: | রবিবার, ১৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 64 বার পঠিত
গতকাল শনিবার ১৩ ই জুলাই -২০২৪ তারিখে আম, কাঁঠাল, লিচু, পেঁপে,আনারসসহ বাংলাদেশের প্রায় অর্ধশত ফল নিয়ে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’বরিশাল এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী ডা:খালেদ মাহমুদ, ওসি রাসেল সাহেব,,এএসআই সেলিম সাহেব,প্রভাষক মো:রাশেদুল সাহেব,শিক্ষক মো:হাবিবুর রহমান আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ ,উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার মোশারফ সাহেব।
আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ এর মো:সোহেল সাহেব, মো:আবু সালেহ সাহেব এবং মো:আরিফুর রহমান।
অত্র সংগঠন এর সভাপতি মো:রায়হান কবির শাওন বলেন ‘দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এই আয়োজনটি করেছি। বিদেশি ফল বাংলাদেশে আমদানি করা হয় বেশি। কিন্তু দেশীয় ফলের মধ্যে বেশি পুষ্টিগুণ রয়েছে। আর এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতি বছর এই আয়োজন করব।’
এবং সাধরন সম্পাদক জাহিদুল ইসলাম। তারা বলেন এই সংগঠন আমাদের একটা পরিবার। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মানুষে সেবা করে যাবো ইনশাআল্লাহ।
এটা সামাজিক সংগঠন। এটায় ব্লাড থেকে শুরু করে সামাজিক কাজ করা হয়।এই সংগঠন এর যাত্রা ২০১৫ সাল থেকে।এই সংগঠন এর পক্ষ থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর একটি ডিসকাউন্ট কার্ড করা হয়েছে।।
Posted ৫:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com