এম. মতিন: | রবিবার, ১৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
উপনির্বাচনের ডামাডোল বেজে ওঠেছে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে। প্রতীক পেয়েই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নিজ নিজ নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারের কাছে ভোট চাইছেন প্রার্থীরা।পাড়া-মহোল্লা, হাট-বাজার, চায়ের দোকান আর বাড়ি বাড়ি প্রার্থীদের পদচারনায় এখন মুখরিত।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলা রির্টানিং কর্মকর্তা ওবায়দুল ইসলাম ৪ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এতে লালানগর ইউপির সাবেক চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন (মোটরসাইকেল), উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও সদ্য প্রয়াত চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের ভাগিনা জসিম উদ্দিন তালুকদার (ঘোড়া), লালানগর ইউনিয়ন আ. লীগের সদস্য সিরাজুল করিম বিপ্লব (আনারস) ও মো: হাসান পেয়েছেন (টেলিফোন) প্রতীক।
প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার মাঠে নেমেছেন প্রার্থীরা। ঝড়-বৃষ্টি আর গরমকে উপেক্ষা করে
শুরু করেছেন গণসংযোগ। এলাকায় ঝুলছে প্রতীক সংবলিত প্রার্থীদের ব্যানার ও পোস্টার। পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা।
লিফলেট হাতে নিয়ে প্রার্থী এবং প্রার্থীর সমর্থকেরা গ্রামের মেঠোপথ থেকে অলিগলি চষে বেড়াচ্ছেন। যাচ্ছেন বাড়ি বাড়ি। ভোট চাইছেন ভোটারের কাছে। ভোটারদের দৃষ্টি আকর্ষণে নিচ্ছেন নানামুখী পদক্ষেপ।একই সাথে মা-বোনদের কাছে প্রার্থীর গুণ কীর্তন করে ভোট চাইছেন প্রার্থীর স্বজনরা।
এদিকে গ্রাম থেকে হাট-বাজার এমনকি পাড়া মহল্লার চা দোকান, হোটেল, রেস্তরাঁ সর্বত্রই চলছে প্রার্থীদের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা-সমালোচনা। ভোটাররা প্রার্থীদের অতীত-বর্তমান কর্মকান্ড নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। তবে, এবারের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে তিনজনই আওয়ামী লীগ হেভিওয়েট নেতা। দল থেকে কাউকে দেয়া হয়নি দলীয় সমর্থন। যেহেতু দল থেকে কাউকে দেয়া হয়নি সমর্থন, তাই ৩ জনই স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে সমর্থনহীন সুযোগকে কাজে লাগিয়ে প্রার্থীরা তাদের মতো করে নিজেদের জনপ্রিয়তা এবং পারিবারিক ও ব্যাক্তিগত ইমেজকে পুঁজি করে নির্বাচনে বিজয়ী হয়ে আসতে হবে এমনটাই মনে করছেন ভোটাররা।
অন্যদিকে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস। কোথাও কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন অফিসার ওবায়দুল ইসলাম।
উল্লেখ্য, ২০২১ সালে অনুষ্ঠিত লালানগর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রফিকুল ইসলাম তালুকদার। চলতি বছরের ২ মার্চ ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ১৩ই মার্চ পদটি শূন্য ঘোষণা করা হয়। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৪১১০ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৭১৮৮ জন ও মহিলা ভোটার রয়েছে ৬৯২৩ জন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই লালানগর ইউপির চেয়ারম্যান পদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com