গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় সাগর (১৭) ও নাইমুর রহমান স্বচ্ছ(১৭) নামের ২ জন নিহতসহ সামিউল (১৬) নামের অপর ১ জন গুরুতর আহত হয়েছে। আহত সামিউল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার পলাশবাড়ী এম,এ, সামাদ কারিগরি স্কুল এন্ড কলেজের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর উপজেলার গৃধারীপুরের সবুজ মিয়ার ছেলে ও নাইমুর রহমান স্বচ্ছ দুবলাগাড়ী গ্রামের আব্দুর রশীদের ছেলে। আহত সামিউল উদয়সাগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সাগর, সামিউল এবং নাইমুল ইসলাম স্বচ্ছ নামে তিনবন্ধু একই মটরসাইকেলে করে দ্রুত গতিতে কিশোরগাড়ী অভিমুখে যাবার সময় পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পলাশবাড়ী এম,এ, সামাদ কারিগরি স্কুল এন্ড কলেজের পাশেই অবস্থিত একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লাগে।
এসময় মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাগর নিহত হন। গুরুতর আহত নাইমুর রহমান ও সামিউলকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাইমুর রহমান স্বচ্ছ মারা যায়। এই ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরুজ্জামানের সাথে কথা হলে তিনি প্রাথমিক ভাবে এ দূর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।