মাসুদ রায়হান | সোমবার, ১৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
যশোরের মনিরামপুর চিনাটোলা বাজারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ‘রথযাত্রা'(১৫ জুলাই-২৪ )উৎসব অনুষ্ঠান উদযাপিত হলো মনোরম সুন্দর পরিবেশে। প্রতি বৎসের ন্যাই এবারও চিনাটোলা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ দেবের ‘রথযাত্রার’ আয়োজন করা হয়েছে, অনুষ্ঠান জগন্নাথ দেবের ‘রথ যাত্রার’ প্রতিটি পর্বে আপনাদের স্ব-বান্দ্ধব ভাবে উপস্থিত ও ঐকান্তিক সহানুভূতির স্পর্শে সার্থক হল এবারের মতো ‘রথযাত্রার’ অনুষ্ঠান। শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রাদেবী সমস্ত জীবের মঙ্গলের জন্য এই জড় জগতে আবির্ভূত হয়েছেন তাদের এই পৃথিবীতে আবির্ভাবের ফলে জীবের কি কল্যাণ সাধিত হল সে কথা বৃহন্নানারদীর পুরানে বর্ণনা করে বলা হয়েছে। প্রতিমা তত্রতং, দৃষ্ট স্বয়ং দেবেন নির্মিতম্ অনায়াসে আবেদনময়ী,ভবনং মে তত নরাঃ অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণ-লক্ষ্মী দেবীকে বললেন পুরুষোত্তম ক্ষেত্রে নামক ধামে আমার স্বনির্মিত কেশববিগ্রহ।
বিরাজমান মানুষ যদি কেবল সেই বিগ্রহ দর্শন করে তাহলে তারা অনায়াসে আমার ধামে আমার কাছে ফিরে আসতে পারে এইভাবে শ্রী জগন্নাথের উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছেন বিশেষ করে তিনি যখন সকলের চোখের সামনে রথে চড়ে যান তখন আর সেই রুথারূঢ় অবস্থা দর্শন করে জীব পুঞ্জিভূত-পাপ রাশি থেকে মুক্ত হতে পারে তাই আমাদের সকলের উচিত শ্রী জগন্নাথ দেবের এমন মহিমান্বিত অপার করুনা লাভের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐকান্তিক ভাবে ‘রথযাত্রা’ উৎসবে অংশগ্রহণ করতে বলা হয় সবাইকে। মনিরামপুর থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয় রথযাত্রা’সুন্দর মনোরম পরিবেশ সমাপ্তি করেন।
Posted ২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com