বদিউজ্জামান রাজাবাবু : | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 94 বার পঠিত
কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যাল। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খড়খড়ি বাইপাস সড়ক অবরোধ করে সমাবেশে মিলিত হয়। এতে ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার, সোমবার সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবি।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের ভাই-বোনদের রক্ত দেখে আমাদের জীবনের ভয় চলে গেছে।
আমাদের উপর যত বেশি হামলা করবেন, যত ভয় দেখাবেন আন্দোলন তত বেশি বেগবান হবে। আর একবার যদি আমার ভাইদের উপর হামলা করা হয় তাহলে সবাই একসঙ্গে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
Posted ১:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com