সোমবার ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত সাঈদের পরিবারে আহাজারি

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   72 বার পঠিত

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত সাঈদের পরিবারে আহাজারি

কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) প্রধান সমন্বয়ক আবু সাঈদ (২৪)। মা-বাবাসহ নয় ভাই-বোনের আকাশ সমান স্বপ্ন ছিল তাকে ঘিরে। পরিবারে শুধুই হাহাকার আর আর্তনাদ। এ চিত্র শুধু আবু সাঈদের পরিবারে নয়, পুরো গ্রামজুড়ে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সরেজমিন রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রাম ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।   আবু সাঈদের বাবা মকবুল হোসেন। পেশায় একজন দিনমজুর। ছেলের কথা বলতেই তিনি হাউমাউ করে কেঁদে ওঠছেন। জানা গেছে, ছয় ভাই, তিন বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবার ছোট। আবু সাঈদের বাবা মকবুল হোসেন অর্থাভাবে কোনো ছেলে-মেয়েকে লেখাপড়া করাতে পারেননি। আবু সাঈদ ছোট থেকেই ছিল অত্যন্ত মেধাবী। সে নিজ চেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত এসেছিল। পরিবারসহ এলাকাবাসীর অনেক স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে।

আবু সাঈদের মা মনোয়ারা বেগম বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি নির্বাক হয়ে ফ‌্যাল ফ‌্যাল করে সবার দিকে চেয়ে আছেন আর কিছু সময় পর পর বাবা-বাবা বলে চিৎকার দিয়ে উঠছেন। এলাকাবাসী জানায়, ছোট থেকেই আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী। তার ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল। সে স্থানীয় জুনুদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরে এলাকার খালাশপীর দ্বিমুখী উচ্চ বিদ‌্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন।

এরপর রংপুর সরকারি কলেজ থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বোরোবিতে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাঈদ। বেঁচে থাকলে আবু সাঈদ জীবনে অনেক বড় হতেন এবং পরিবারসহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন বলে মনে করেন তারা।

জানা গেছে, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে তিনি নিহত হন।

Facebook Comments Box

Posted ১:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুলাই ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com