ইসমাইল ইমন: | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 46 বার পঠিত
কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে সারাদেশে,আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও পালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কমপ্লিট শাট ডাউন।
১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক, চকবাজার,ওলি খাঁ মসজিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হয়ে প্রবর্তক সড়ক, চট্টেশ্বরী মোড়,কাজীর দেউড়ি মোড় ও জামাল খাঁন সড়ক ঘুরে দেখা যায় প্রায় সড়ক জনশূন্য।
সড়কের আশেপাশের প্রায় দোকানপাট,মল বন্ধ। সড়ক হালকা যান, রিকশা, সিএনজি, অটোরিকশা ও ম্যাক্সিমার দখলে।দুরপাল্লার কোন বাস চলাচল করছে না। একাধিক গাড়ি চালক ও পথচারীদের সাথে এই “কমপ্লিট শাটডাউনের” বিষয়ে জানতে চায়লে তারা জানান শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, তাদের শান্তিপূর্ণ ভাবে বুঝিয়ে সমাধান করা যেতো।
কিন্তু সন্ত্রাসী, প্রশাসন দিয়ে এই ভাবে দমন নির্যাতন কাম্য নয়। গাড়ি মালিকদের চাপে আমাদের রাস্তায় বাহির হতে হচ্ছে গাড়ি নিয়ে। চাকরি বাঁচাতে যেতে হচ্ছে অফিসে।নীরব নিস্তব্ধ পরিস্থিতিই বুঝাচ্ছে সাধারণ জনগণের মৌন সমর্থন রয়েছে।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com