কচুয়া চাঁদপুর প্রতিনিধি | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 25 বার পঠিত
চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের নেতা মো. মোস্তফা কামাল প্রধানকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। শুক্রবার উপজেলার পাথৈর গ্রামের নিজ বাড়ি থেকে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলার আসামী হিসেবে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
পরিবারের পক্ষ থেকে দাবী করেন, মোস্তফা কামাল প্রধানকে হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলা হিসেবে তাকে ফাঁসানো হয়েছে ও কচুয়া উপজেলা শাখা জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক বার্তায় দ্রুত তার মুক্তির দাবী জানান। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটককৃত ছাত্রদল নেতা মোস্তফা কামাল প্রধানের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com