সোমবার ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চট্টগ্রাম প্রতিনিধি   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   27 বার পঠিত

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ২৯ জুলাই সোমবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরীর চেরাগী মোড়ে কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের কর্মসূচি করতে না পেরে, চেরাগী মোড়ে অবস্থান নিলে তাদের ২ কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নেয়ার সাথে সাথে আন্দোলনকারীরা ২ কর্মীদের ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যানের আগে পিছে রাস্তায় শুয়ে পরলে ঘটনার সুত্রপাত।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। বেলা তিনটায় নগরের জামালখানে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি করার কথা বলেছিল কোটা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এর আগেই ওই এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। ফলে সেখানে কোনো শিক্ষার্থী জড়ো হতে পারেনি। তবে চেরাগী মোড়ে তারা জড়ো হলে এক শিক্ষার্থীকে লাঠিপেটা করে পুলিশ। তবে বেলা সাড়ে তিনটার দিকে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেন ২০–৩০ জন বিক্ষোভকারী।

 

সেখানে তাঁরা স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ দুজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলতে চাইলে বিক্ষোভকারীরা বাধা দেন। তাঁরা প্রিজন ভ্যানের সামনে সড়কের ওপর বসে পড়েন। তবে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের নিয়ে যায়। এ সময় পুলিশের পাশাপাশি আওয়ামী যুবলীগের নগরের সিনিয়র নেতাদের নেতৃত্বে বিভিন্ন মোড়ে যুবলীগ কর্মী, সমর্থকদের লাঠি সোটা হাতে অবস্থান করে জয়বাংলা শ্লোগান দিতে দেখা যায়।

 

এসময় যুবলীগের এক সমর্থকও বিক্ষোভকারীদের মারধর করেন। এরপর বিক্ষোভকারীরা মোড়ের এক পাশে সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এভাবে ১৫ মিনিট বসে থাকার পর পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী সঙ্গে কথা বলে এবং সরেজমিনে দেখা যায়, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর পুলিশ লাঠিপেটা করে সবাইকে সরিয়ে দেয়।

 

ছত্রভঙ্গের পর এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ । বিকেলে চেরাগী পাহাড় মোড়ে ঘটনাস্থলে তিন বিক্ষোভকারী এই প্রতিবেদককে বলেন, গত কয়েক দিনে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছেন, সেসব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। এ ছাড়া গণহারে গ্রেপ্তার ও তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করছিলেন। শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তারা। পুলিশ তাদের কয়েকজনকে আটক করে নিয়ে গেছে। যুবলীগের সন্ত্রাসীরা পুলিশের প্রহরায় শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা করেছে। আটকের বিষয়টি স্বীকার করলেও কতজনকে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) অতনু চক্রবর্তী।

 

তিনি বিকেল সোয়া পাঁচটায় সময়ে এই প্রতিবেদককে বলেন, ‘কতজনকে আটক করা হয়েছে, তা এখনো জানি না। আর লাঠিপেটার বিষয়টি খতিয়ে দেখা হবে। সাধারণ পথচারিদের অভিযোগ হঠাৎ এই পরিস্থিতিতে সাধারণ মানুষ দিকবিদিক ছুটছে,এসময় পুলিশ অনেক নিরীহ মানুষকে আন্দোলনকারীদের কর্মী মনে করে লাটি পেটা করে, আবার অনেককে টানা হেঁচড়া করে নিয়ে যেতে দেখা যায়। এসময় এক পুলিশ সদস্য নিজেদের ছোঁড়া সাউন্ড গ্রেনেডে গুরতর আহত হয়। অপরদিকে চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাবেদ ছোঁড়া ইটে বুকে আঘাতপ্রাপ্ত হন।এসময় নগরীর আন্দরকিল্লার মোড়,দেয়ান বাজার এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Facebook Comments Box

Posted ১০:০০ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com