রিফাত আবির | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 58 বার পঠিত
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জাতীয় মহস্য সাপ্তাহ উপলক্ষে মহস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহস্য সাপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, মৎস্য অবমুক্ত করণসহ বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর। তিনি বলেন, বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তার মাছ চাষে মৎস্যজীবীদের উৎসাহ প্রদানে রয়েছে ব্যাপক সুনাম।
তাই আজকে যারা বাঞ্ছারামপুরে সফল মহস্যচাষী হিসেবে স্থান পেয়েছেন তাদেরকে আরো সুন্দরভাবে ও সফল ভাবে মাছ চাষ করে জেলা ও বিভাগীয় প্রর্যায়ে সন্মাননা অর্জন করতে হবে। মাছ চাষ করে সফল হওয়ার পাশাপাশি দেশ গড়ার কল্যাণে এগিয়ে আসতে হবে। তাই বেশি বেশি মাস চাষ করে দেশীয় মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সরকারকে সহযোগিতা করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোঃ নাছির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান প্রমুখ।
Posted ১:৫০ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com