যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) এর আয়োজনে ওয়ারেন সিটি স্কয়ারে ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৪ ইং রোববার (২৮ জুলাই) ওয়ারেন সিটির ওয়ারেন ইটস রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে করে এ তথ্য জানান আয়োজকরা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) এর সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদের সঞ্চালনায় উক্ত ফেস্টিভ্যালের বিস্তারিত তুলে ধরেন। আয়োজকরা জানান, বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যালটি বিদেশের মাটিতে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টি কালচার ও ইতিহাস তুলে ধরতে সক্ষম হবে। এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিত, জেফার, তোশিবা, বাউল কালা মিয়া, তানভীর শাহিন, ওয়াহেদ, টেন এন্ড হাফ মাইলসহ স্থানীয় শিল্পীরা। উপস্থাপনায় থাকবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস, প্রিয়া ডায়েস, শারমিন তানিম ও অদ্বিতী বর্ণা।
এছাড়া ফেস্টিভ্যালে বিভিন্ন ষ্টল গুলোতে থাকবে বাংলাদেশি খাবার, দেশীয় পোশাক জুয়েলারি সহ আরো অনেক কিছু এছাড়া এপিআই ভোট মিশিগানের সৌজন্যে স্কুল পড়ুয়া শিশুদের জন্য বিনামূল্যে দেওয়া হবে শিক্ষা সামগ্রী ও স্কুল ব্যাগ এবং রেফেল ড্রতে থাকবে একটি গাড়ি। উক্ত সংবাদ সম্মেলনে বামের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, আমিনুর রশিদ চৌধুরী, লুৎফুল বারি নিয়ন, বিজিত ধর মনি, প্রদন্ন চন্দ, সৈয়দ মতিউর রহমান শিমু, সৈয়দ মইন দিপু, লুৎফুর রহমান, সুমন কবির, জসিম চৌধুরী, আজহার রহমান, মোহাম্মদ দীপু, আবেদ মনসুর, লিটন সুত্রধর, মীর তানভীর, মুকুল খান, সাইফ ইসলাম, সায়েম চৌধুরী, মাজহারুল আহমেদ এবং তাহমিদ হাসান চৌধুরী সহ আরো অনেকে।