রানীশংকৈল প্রতিনিধি | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
“ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বেলুন উড়িয়ে ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।
৩১ জুলাই বুধবার সকালে মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ হাসান আলী নবাব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল।
এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য চাষী, এজেড আবু সুলতান, আনোয়ারুল ইসলাম,আলোচনা সভা শেষে তিন জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com