রূপগঞ্জ নারায়নগঞ্জ প্রতিনিধি | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 26 বার পঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি বেচাকেনা নিয়ে কথাকাটাকাটির জেরে বন্ধুর ছুড়িকাঘাতে জিসান মোল্লা(২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯ টারদিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ মিঠাবো এলাকায় ছুড়িকাঘাতে গুরুতর আহত হয় ঐ শিক্ষার্থী।
এ সময় মুমূর্ষ অবস্থায় জিসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত জিসান মোল্লা উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকার আলমগীর মোল্লার ছেলে। সে রাজধানীর ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গত রাত পৌনে ৯ টারদিকে মিঠাবো এলাকায় জমি বেচাকেনা নিয়ে কলেজ শিক্ষার্থী জিসান মোল্লার সাথে তার বন্ধু একই এলাকার কামাল মিয়ার ছেলে নাঈমের সাথে কথা-কাটাকাটি ও হাতাহাতি ঘটনা ঘটে। এসময় স্থানীয় রামিম, নাফিজসহ কয়েকজন তাদের দুজনের মধ্যে সৃষ্ট ঝগড়া মিমাংসা করেন দেন। কিন্তু কিছুক্ষন পর নাঈম হঠাৎ করে জিসানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ধারালো ছোড়া দিয়ে বুকে ও শরীরে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এ সময় মুমূর্ষ অবস্থায় জিসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যার কাজে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে। ঘাতক নাঈমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে সহকারী পুলিশ আরো জানান।
Posted ১:৩৯ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com