আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 58 বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবারও আদিবাসী সাঁওতালদের জমি দখল করা শুরু করেছে জনৈক স্বপন শেখের নেতৃত্বে ভূমিদস্যু চক্র। এর প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাঁওতালরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটামোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাঁওতাল জনগোষ্ঠীর বিপুল সংখ্যক নারী-পুরুষ ছাড়াও বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, আদিবাসী নেতা আনিসুর রহমান ময়নুল, রাফায়েল হাসদা, প্রিসিলা মুরমু, গৌর পাহাড়ি, সাহেব মুরমু, প্রদীপ টুডু, সুচিত্রা মুরমু, তৃষ্ণা মুরমু প্রমুখ। এর আগে আদিবাসী সাঁওতালরা বাগদাবাজারে সমবেত হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কাটামোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।
বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর তিনজন সাঁওতাল হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার এখনও শেষ পায়নি। এখনও সাঁওতালরা নানান হয়রানির মধ্যে রয়েছেন। এর মধ্যেই নতুন করে শুরু হয়েছে অসহায় সাঁওতালদের জমি দখল। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জনৈক স্বপন শেখের নেতৃত্বে ভূমিদস্যুরা প্রকাশ্যে সাঁওতালদের জমি জোর করে দখল করে নিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে বার বার বিচার চেয়েও কোনো লাভ হয়নি। সাঁওতালদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ ও নিশ্চিহ্ন করতেই নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।
বক্তারা সাঁওতালের জমি দখল বন্ধসহ সকল ধরনের হয়রানি বন্ধের দাবি জানান । এসব বন্ধ না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
Posted ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com