এম জি রাব্বুল ইসলাম পাপ্পু: | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 88 বার পঠিত
শুরু হলো শোকের মাস আগষ্ট। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্বপরিবার কে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে হত্যা করা হয়। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেচে যান।
জাতির পিতার স্বপরিবার কে হত্যার প্রতিবাদে প্রতিবছর ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস এবং আগষ্ট মাস কে শোকের মাস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ আওয়ামীলীগ।
এরই অংশ হিসেবে আজ আগষ্টের প্রথমদিন শোকের মাসে শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ। সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ কার্যালয় শাপলাচত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় বক্তব্য প্রদান করে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আ,ন,ম ওবায়দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, সাঈদ হাসান লোবান, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমীন দুলাল, রাশেদুজ্জামান বাবু সহ প্রমুখ।
এসময় বক্তারা জামায়াত বিএনপির দু:শাসন এবং সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনের নামে যে হত্যা খুন সরকারি স্থাপনা ভাংচুর সহ সরকার পতনের নীল নকশা বাস্তবায়নের চেস্টা করছে তার বিরুদ্ধে সকল নেতা কর্মীদের সোচ্চার হওয়ার আহবান জানান।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com